টটেনহ্যাম কোচ পচেত্তিনো বরখাস্ত

হাওর বার্তা ডেস্কঃ গত মৌসুমেই কোচ মারিসিও পচেত্তিনোর হাত ধরে ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল খেলেছিলো ইংলিশ ক্লাব টটেনহ্যাম। পচেত্তিনোও চলে এসেছিলেন সেরা কোচদের তালিকায়। অথচ এই মৌসুমের মাঝামাঝি এসে বাজে পারফরমেন্সের জন্য বরখাস্ত হলেন এই আর্জেন্টাইন কোচ।

চলতি মৌসুমে লিগে টটেনহ্যামের দুঃসময় যেন কাটছেই না। প্রথম ১২ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র তিনটিতে। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলেও তাদের অবস্থান ১৪তম। মূলত লিগের ফর্মের কারণেই পচেত্তিনোকে বরখাস্ত করা হয়েছে বলে মঙ্গলবার রাতে জানিয়েছে টটেনহাম।

২০১৪ সালের মে মাসে টটেনহ্যামের দায়িত্ব পেয়েছিলেন পচেত্তিনো। সাড়ে পাঁচ বছরের মাথায় বরখাস্ত হতে হলো তাকে। গত ৯ নভেম্বর প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচটা হয়ে থাকল টটেনহামের কোচ হিসেবে তার শেষ ম্যাচ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর