শীতে শিশুর ছয় রোগ সারাবে একটি পানীয়

হাওর বার্তা ডেস্কঃ শীতের এই সময়টাতে আমাদের নানা ধরনের সমস্যায় ভুগতে হয়। এজন্য প্রয়োজন শরীরের বাড়তি যত্ন। তবে বড়দের চেয়ে ছোটদের ক্ষেত্রে যত্নবান হতে হয় আরো অনেক বেশি। শিশুদের মধ্যে বিভিন্ন ভাইরাস জনিত রোগে আক্রান্ত হওয়ার প্রকোপ দেখা দেয়।

হাঁচি-কাশি,ঠাণ্ডা, জ্বর, নাক দিয়ে পানি ঝরা,গলা ও বুক ব্যথা ইত্যাদি অতি সাধারণ অথচ ছোঁয়াচে রোগ। এসব অসুখের ঘরোয়া এক সমাধান আজ জেনে নিন। যেটি আপনাকে এবং আপনার ছোট শিশুকে দেবে খুব সহজেই অস্বস্তি থেকে মুক্তি।

যা যা লাগবে 
আদা কুচি, জলপাইয়ের তেল,মধু, ময়দা, টিস্যু পেপার, স্কসটেপ।

যেভাবে বানাবেন 
প্রথমে প্রয়োজন মতো মধু ও ময়দা এক সঙ্গে মিশিয়ে নিন। এবার এতে আদার কুচি এবং দু থেকে তিন ফোঁটা জলপাইয়ের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।  মিশ্রিণটি সামান্য পরিমাণে টিস্যুতে নিয়ে পুটলি বানিয়ে নিন। এটি বুকের সঙ্গে স্কসটেপ দিয়ে আটকে নিন। এটা রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করুন। তবে শিশুদের ক্ষেত্রে এটি সারারাত রাখবেন না।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর