বাংলাদেশের প্রতি ব্রিটেনের আহ্বান

বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে ব্রিটেন। সোমবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার মার্ক প্লেটনের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন মার্ক প্লেটন। কিন্তু বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার করতে বলেছেন তিনি। ব্রিটেন নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন কেন, এমন প্রশ্নের জবাবে মেনন বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে যেসব স্ক্যানিং মেশিন আছে, সেগুলো নিশ্চিত করে কোনো কিছু শনাক্ত করতে পারে না। সে কারণেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর