অল্পের জন্য রক্ষা পেলো ৩৩ বিমানযাত্রী

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার এয়ারলাইনসের একটি বিমান অবতরণের সময় চাকা ফেটে গেছে। এ সময় অল্পের জন্য ৩৩  বিমানযাত্রী রক্ষা পান। রোববার সকাল পৌনে ১০টায় শাহমখদুম বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

রোববার সকাল ৯টায় নভোএয়ারের ওই বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহমখদুম বিমানবন্দরে উদ্দেশ্যে যাত্রা করে। শাহমখদুম বিমানবন্দরে অবতরণের পর তার পিছনের বামদিকের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়।

রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের অ্যারোডো অফিসার দিলারা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৫ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে আসে। সকাল ৯টা ৪৫ মিনিটে শাহমখদুম বিমানবন্দরে রাজশাহীতে অবতরণের পর পিছনের বাম দিকে একটি চাকা ফেটে যায়। তবে যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।

তবে যাত্রীরা জানান, দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে নভোএয়ারের ফ্লাইটটি। চাকা ফেটে যাওয়ার খবরে রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শেষপর্যন্ত নিরাপদে অবতরণে সক্ষম হয় বিমানটি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর