হাওরের আলোকবর্তিতা উচ্চশিক্ষা প্রসারে অগ্রগুরু শ্রেষ্ঠত্বের স্বীকৃতিপ্রাপ্ত দেশবরেণ্য শিক্ষাবিদের শুভ জন্মদিন

হাওর বার্তা ডেস্কঃ হাওরের আলোকবর্তিতা ও হাওরে নারী-উচ্চশিক্ষা প্রসারে অগ্রগুরু, শ্রেষ্ঠত্বের স্বীকৃতিপ্রাপ্ত দেশবরেণ্য শিক্ষাবিদ।

ক্যারিশমাটিক রাজনৈতিক ব্যক্তিত্ব, মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মহোদয়ের আদুরে কনিষ্ঠভ্রাতা, মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর সেনানী মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জনাব মোঃ আবদুল হক স্যার– এঁর ৬৩ তম শুভ জন্মদিন ।


দেশের বরেণ্য শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা ও আওয়ামী রাজনৈতিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষক সংগঠন, বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন পেশা ও কর্মজীবী সংগঠন, আইনজীবী, জাতীয় ও স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ তথা সর্বস্তরের জনগণ উঁনাকে উঁনার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান কিশোরগঞ্জের মিঠামইনে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজে দীর্ঘায়ু কামনায় ফুলের শোভায় অভিসিক্ত করেন।

৬৩ বছর পদার্পণ- জেনে মনের গহীনে অভূতপূর্ব এক শিহরণ জাগে। সৃষ্টির সেরা মানব, আল্লাহর রাসূল নবী কারীম হযরত মুহাম্মদ মোস্তফা (স.) ৬৩ বছরে, অর্থাৎ ১১ হিজরি সনের রবিউল আউয়াল মোতাবেক ৬৩২ খ্রিঃ ৭ই জুন সোমবার ইন্তেকাল করেন। প্রিন্সিপাল স্যার, এ কোটায় পা দিলেন। প্রার্থনা- উঁনি দীর্ঘ নেক হায়াতপ্রাপ্ত হোন: “দেখাদিক আরবার
জীবনের শুভক্ষণে।”

সাংবাদিক ও কলামিস্ট
রফিকুল ইসলাম

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর