লেবাননের প্রধানমন্ত্রী আল হারিরি পদত্যাগ

হাওর বার্তা ডেস্কঃ পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সমর্থক এবং এর শিয়া মিত্র আমালের সদস্যরা বিক্ষোভকারীদের শিবির ভেঙ্গে দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ার পর এ ঘোষণা দিলেন হারিরি।

হারিরি বলেছেন, ‘১৩ দিন ধরে লেবাননের জনগণ মন্দা (অর্থনৈতিক) বন্ধে একটি রাজনৈতিক সমাধানের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেছে। এই সময়ের মধ্যে জনগণের কণ্ঠ শোনার মাধ্যমে একটি সমাধান বের করার জন্য আমি চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘সংকটের মুখোমুখি হওয়ার জন্য বড় ধরণের ঝাঁকুনি খাওয়ার সময় এসেছে আমাদের। আমি সরকারের পদত্যাগ পত্র জমা দেওয়ার জন্য বাবদায় (প্রেসিডেন্ট) প্রাসাদে যাচ্ছি। রাজনৈতিক জীবনের সব অংশীদারদের প্রতি, আজ আমাদের দায়িত্ব হচ্ছে কীভাবে আমরা লেবাননকে রক্ষা করব এবং অর্থনীতি পুনরুদ্ধার করব।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর