জড়িত থাকলে শামীম ওসমানও ছাড় পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনে সাংসদ শামীম ওসমান যদি জড়িত থাকেন তাকেও ছাড় দেয়া হবে না। শনিবার রাজধানীর বিজ্ঞান ও শিল্প গবেষণাগার মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, শামীম ওসমান যদি দোষী না হয় তাহলে তাকে বিচারের আওতায় আনব কেন? দোষী হলে আনা হবে। সাত খুনের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। এ বিষয়ে সরকার জিরো টলারেন্স। যদি কোনো প্রমাণ আমাদের সামনে আসে তাহলে ব্যবস্থা নেয়া হবে। ফ্রান্সের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীতে অস্থিরতা চলছে। বাংলাদেশে এর ছিটে-ফোঁটা। তবে আমরা সবকিছু নিয়ন্ত্রণে রাখছি। প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনের লাশ ভেসে ওঠে। হত্যাকাণ্ডে নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে তদন্তে তার সত্যতা পাওয়া যায়। এর একপর্যায়ে ভারতে পালিয়ে যান নূর হোসেন। গত বৃহস্পতিবার রাতে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে ভারত।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর