সাকিবকে ছাড় দেয়ার প্রশ্নই ওঠে না: পাপান

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি ছাড়া গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সাকিব আল হাসান। যে কারণে তার ওপর চড়াও হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার বিকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, ক্রিকেটাররা ব্যক্তিগত কোনো চুক্তি না করার জন্য ক্রিকেট বোর্ডের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। সে কোনোভাবেই এটা করতে পারে না, সম্পূর্ণ বেআইনিভাবেই করেছে।

পাপন আরও বলেন, সাকিব এটা কেন করল, আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। সে জন্য চিঠি দেয়া হয়েছে।

নাজমুল হাসান আরও বলেন, সাকিব বা গ্রামীণফোন দুই পক্ষই বিষয়টা জানত যে, ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়া চুক্তি করা যাবে না।

সাকিবকে ছাড় দেয়া হবে কিনা জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, প্রশ্নই ওঠে না।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর খেলোয়াড়দের ধর্মঘট চলাকালে ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়াই সাকিব গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর