বিসিবির সঙ্গে আলোচনায় বসেছেন সাকিবরা

হাওর বার্তা ডেস্কঃ অবশেষে আলোচনায় বসেছেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা ও দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে বুধবার (২৩ অক্টোবর) রাত নয়টার দিকে তারা বিসিবিতে পৌঁছান।

এর আগে বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে পুরোনো ১১ দফা দাবির সঙ্গে আরও দুটি দাবি যোগ করেন ক্রিকেটাররা।

বুধবার সন্ধ্যায় গুলশানে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে সাংবাদিকদের সামনে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। তিনি জানান বিসিবিকে ক্রিকেটারদের হয়ে তিনি ১৩টি দাবি একটি চিঠি আকারে দিয়েছেন।

পরে জাতীয় টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান আশাবাদ ব্যক্ত করে জানান, বিসিবির সঙ্গে আলোচনায় বসলে সমস্যার সমাধান হবে।

সাকিব বলেন, ‘যেহেতু আমরা সিদ্ধান্তগুলো সবাই মিলে নিয়েছিলাম, তাই এবারও একসঙ্গে নিতে হচ্ছে। আর সিদ্ধান্তগুলো সুন্দরভাবে জানাতে আমাদের এক-দুই দিন সময় লেগেছে। বিসিবি আমাদের ডেকেছে আমরা অবশ্যই যাবো। আমরা অবশ্যই আলোচনা করবো। আলোচনায় বসলে সমস্যার সমধান হবে বলে আমি আশাবাদী।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর