আইফোন ১০ আরের দাম কমিয়েছে অ্যাপল

হাওর বার্তা ডেস্কঃ ভারতে আইফোন ১০ আরের সংযোজন এখন ভারতেই হচ্ছে। চাইনিজ ম্যানুফ্যাকচারার ফক্সকনের ভারতীয় ফ্যাক্টরিতে ফোনগুলো তৈরি করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রসহ আরও কিছু দেশে গত বছরের সবচেয়ে জনপ্রিয় আইফোন মডেলটির বিক্রি বন্ধ করেছে অ্যাপল।

তবে ভারতে এর চাহিদা থাকায় আইফোন ১০ আরের দাম অনেকটাই কমিয়েছে অ্যাপল। ভারতে তৈরি ফোনগুলোর বক্সে লেখা থাকবে ‘অ্যাসেম্বেলড ইন ইন্ডিয়া’। আইফোন ১০ আরের ৬৪ জিবি সংস্করণের দাম পড়ছে ৪৯ হাজার ৯০০ রুপি। চীনে উৎপাদিত পণ্যের ওপর ১০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক বসানোর ফলে ভারতে আইফোন সংযোজন করার সিদ্ধান্ত নেয় অ্যাপল।

এ সুযোগে ভারত সরকারও বিদেশি কোম্পানিগুলোর জন্য বিনিয়োগের প্রক্রিয়া ও নিয়মনীতি সহজ করে দেয়। চীনে উৎপাদিত আইফোন, আইপ্যাড ও ম্যাকবুকের ওপর শুল্ক বসবে ১৫ ডিসেম্বরের পর থেকে। অ্যাপলের ক্ষেত্রে শুল্কের পরিমাণ ১০ শতাংশ হলেও বেশকিছু মার্কিন প্রতিষ্ঠানকে চীন থেকে পণ্য আনতে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর