যুবলীগের দখলে ছিল ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ, পদপ্রত্যাশীদের শোডাউন

হাওর বার্তা ডেস্কঃ ক্যাসিনো কর্মকাণ্ডে নির্জীব হয়ে পড়া যুবলীগে  আবারো প্রাণ ফিরে এসেছে। সংগঠনের সপ্তম কংগ্রেসকে সামনে রেখে মঙ্গলবার ‘সম্মেলন প্রস্তুতি কমিটি’র বৈঠক উপলক্ষে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি যুবলীগের কেন্দ্রীয় কার্যালয় সমাবেশে রূপ দিয়েছে। কার্যত যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের দখলে ছিল ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ।

গত রোববার যুবলীগের চেয়ারম্যান ওমর ফরুককে অব্যাহিত দিয়ে যুবলীগের সপ্তম কাউন্সিল উপলক্ষে গঠন করা ‘সম্মেলন প্রস্তুতি কমিটি। কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বৈঠক ডাকেন আজ। বিকেল ৪টায় কেন্দ্রীয় কার্যালয়ে নেতারা আসার আগেই জড়ো হন বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। মূলত সম্মেলনকে সামনে রেখে শোডাউনের মহড়া দিয়েছেন পদপ্রত্যাশীরা।

বিকেল ৫টার দিকে যুবলীগ অফিসে আসেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম। এর আগে পৌঁছান সদস্য সচিব হারুনুর রশিদ। নেতা-কর্মীদের চাপে অফিসের ভেতরে প্রবেশ করতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। কার্যালয়ে পৌঁছানোর পর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে যুবলীগ উত্তর-দক্ষিণ ও বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান, সাঈদুর রহমান সাঈদ, ফারুক হোসেন, মজিবুর রহমান চৌধুরী, আনেয়ারুল ইসলাম, বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন মহি, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, এসএম জাহিদ, প্রচার সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, উপ স্বাস্থ্য সম্পাদক হেলালুদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল হাসান নিখিল, সাধারণ সাধারণ ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ রেজাউল করিম রেজাসহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম এবং সদস্য সচিব হারুনুর রশিদ  জানান, সম্মেলন প্রস্তুতি কমিটিতে কারা থাকবেন, সেই বিষয়টি নিয়ে ঠিক করেই তারা আজ বৈঠকে বসেছেন।

রাইজিংবিডি ডট কম

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর