ফোনের স্টোরেজ ধ্বংস করেন মাস্ক নিজেই

হাওর বার্তা ডেস্কঃ ইন্টারনেটে নিরাপত্তার জন্য কত মানুষ কত কাণ্ড করে। তবে অবাক কাণ্ড হয়তো ইলোন মাস্কের মতো মানুষ ছাড়া খুব কমই করেন।

ইন্টারনেটে নি রাপদ থাকতে টেসলা প্রতিষ্ঠাতা ও স্পেসএক্সের প্রধান ইলোন মাস্ক নিয়মিত নিজের ফোন ধ্বংস করেন বলে এক নথিতে জানা গেছে।

তিনি নিয়মিত নিজের ফোন পরিবর্তন করেন। আর আগের ফোন ধ্বংস করেন বলে এক আইনি চিঠিতে বলা হয়েছে। ১ অক্টোবর প্রকাশ পাওয়া ওই আইনি ফাইলটিতে স্পেসএক্সের কর্মচারীদের স্বাক্ষর করা ছিল। ওই বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তার জন্য মাস্ক নিয়মিত তার সেলুলার ডিভাইস পরিবর্তন করেন।

পুরনো ডিভাইস তিনি ফেলে দেন তবে তার আগে সেটির স্টোরেজ ধ্বংস করেন। মাস্কের এক আইনজীবী অ্যালেক্স স্পাইরো সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি কিছুদিন পর পর ফোন বদল করেন, যা অন্য অনেক মানুষ করে। এছাড়াও তার ফোনে অনেক সংবেদনশীল তথ্য থাকে। সে কারণে তিনি এমন পন্থা বেছে নিয়েছেন বলে জানান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর