পুলিশ কনস্টেবলের সততায় ৫০ হাজার টাকাসহ ব্যাগ ফেরত পেলেন তিনি

হাওর বার্তা ডেস্কঃ বগুড়ায় পুলিশের কনস্টেবলের সততায় রিকশায় ফেলে যাওয়া ৫০ হাজার টাকাসহ ব্যাগ ফেরত পেয়েছেন এক বিধবা।

রোববার এসপির কার্যালয়ে টাকাগুলো হস্তান্তর করেন এসপি আলী আশরাফ ভূঁঞা। ভুক্তভোগী মালেকা বেগম জেলার সোনতলার চরপাড়া গ্রামের জসমত উল্লাহের স্ত্রী।

বগুড়ার এসপি আলী আশরাফ ভূঁঞা জানান, সকালে মালেকা বেগম শহরের ইসলামী ব্যাংক থেকে ছেলের পাঠানো ৫০ হাজার টাকা তুলেন। সেই টাকা ব্যাগে নিয়ে একটি রিকশা যোগে রওনা হন তিনি। কিন্তু পথিমথ্যে ভুলে রিকশার মধ্যে ব্যাগটি ফেলে যান।

পরে রিকশার চালক বিষয়টি আঁচ করতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে বাধা হয়ে দাঁড়ান ট্রাফিক পুলিশের কনস্টেবল অজিত কুমার। তিনি রিকশাটি আটকিয়ে ব্যাগটি উদ্ধার করেন।

পরে ব্যাগটি খুলে তিনি টাকা দেখতে পান। এছাড়া ব্যাগের ভেতরে থাকা ভোটার আইডি কার্ড ও নাম-ঠিকানা দেখে মালেকা বেগমকে ডেকে আনেন। পরে ব্যাগসহ টাকা হস্তান্তর করা হয়।

মালেকা বেগম বলেন, টাকাগুলো ফেরত পাব তা কখনই ভাবিনি। পুলিশ সেবকের মতো কাজটি করেছে।

টাকা উদ্ধারকারী অজিত কুমার বলেন, আমি দায়িত্ব পালন করেছি মাত্র। সততার সঙ্গে আগামী দিন যাতে দায়িত্ব পালন করতে পারি, এজন্য আশীর্বাদ চাই।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর