ঢাবিতে চালু হলো অ্যাপভিত্তিক বাইসাইকেল সেবা ‘জোবাইক’

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালু হলো অ্যাপভিত্তিক বাইসাইকেল সেবা। বুধবার বিকেলে ‘জোবাইক’ নামে এ সেবার উদ্বোধন করেন, উপাচার্য ড. আখতারুজ্জামান। ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।জানানো হয়, প্রাথমিকভাবে ১শ’টি সাইকেল নিয়ে এ সেবা চালু হলেও পরবর্তীতে সংখ্যা বাড়ানো হবে। নিজেদের আইডি কার্ড দেখিয়ে নিবন্ধিত হওয়ার মাধ্যমে ক্যাম্পাসে এ সেবা নিতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।জোবাইক ব্যবহারের জন্য প্রথম ৫ মিনিটে আড়াই টাকা ও পরবর্তী প্রতি মিনিটে ৪০ পয়সা গুনতে হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর