মেসির হাতে ষষ্ঠ গোল্ডেন স্যু

টানা তৃতীয় ও ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো লিওনেল মেসির হাতে উঠলো গোল্ডেন স্যু। গত মৌসুমে ইউরোপের শীর্ষ গোলদাতা হন  বার্সেলোনার এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। লা লিগায় ৩৪ ম্যাচে ৩৬ গোল করেন তিনি। তাতে লীগ শিরোপা ধরে রাখে বার্সেলোনা। আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে মেসির হতে পুরস্কার তুলে দেয় ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া। এর আগে ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৬-১৭, ২০১৭-১৮ মৌসুমে গোল্ডেন স্যু জিতেছিলেন মেসি।

মেসিই সবচেয়ে বেশিবার ইউরোপিয়ান গোল্ডেন স্যু জেতা খেলোয়াড়। চারবার এই পুরস্কার জিতে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে ২০০৭-০৮, ২০১০-১১, ২০১৩-১৪ ও ২০১৫-১৬ মৌসুমে এ খেতাব জেতেন পর্তুগিজ তারকা রোনালদো। এছাড়া দুবার করে গোল্ডেন স্যু জিতেছেন রোনালদোর স্বদেশি ইউসেবিও ও ফার্নান্দো গোমেজ, জার্মানির জার্ড মুলার, রোমানিয়ার দুদু জর্জেস্কু, স্কটল্যান্ডের অ্যালি ম্যাকোয়েস্ট, ব্রাজিলের মারিও জারদেল, ফ্রান্সের থিয়েরি অঁরি, উরুগুয়ের দিয়েগো ফোরলান ও লুইস সুয়ারেজ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর