প্রচার শেষ, ৮ উপজেলায় ভোট সোমবার

হাওর বার্তা ডেস্কঃ দেশের আটটি উপজেলায় সোমবার ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

উপজেলা নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ঘণ্টা আগে নির্বাচনী প্রচার শেষ করার বিধান রয়েছে। ভোটগ্রহণ শুরু হবে সোমবার সকাল ৯টায়। তার আগের ৩২ ঘণ্টা অর্থাৎ শনিবার মধ্যরাত ১টার মধ্যে প্রচার কাজ শেষ করতে হবে। তাই সব ধরনের প্রচার গতরাতেই শেষ হয়েছে।

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্বাচন সংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়েছে, আটটি উপজেলার মধ্যে চারটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। এগুলো হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, ঝিনাইদহের মহেশপুর ও নোয়াখালীর কবিরহাট উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ হবে। আর শেরপুর সদর, নেত্রকোণার আটপাড়া, ঝিনাইদহের কোটচাঁদপুর ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভোট হবে ব্যালট পেপারে।

এছাড়া ১৪ অক্টোবর দেশের দুটি পৌরসভা এবং শতাধিক ইউনিয়ন পরিষদেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে ২০১৯ সালের মার্চ থেকে জুন পর্যন্ত প্রায় চার শতাধিক উপজেলায় পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর