শপথ নিলেন সাদ এরশাদ, ছিলেন না জিএম কাদের

হাওর বার্তা ডেস্কঃ  রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ) সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন  চৌধুরী এই শপথবাক্য পাঠ করান। এ সময় বিরোধীদলীয়  নেত্রী রওশন এরশাদসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের  নেতারা উপস্থিত ছিলেন। তবে উপস্থিত ছিলেন না জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি।
গত ৫ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে সাদ এরশাদ জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে বিজয়ী হয়েছিলেন। লাঙ্গল প্রতীক নিয়ে তিনি পান ৫৮ হাজার ৮৭৮  ভোট। তার নিকটবর্তী প্রতিদ্ব›দ্ব বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পান ১৬ হাজার ৯৪৭  ভোট।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ১ লাখ ৪২ হাজার ৯২৬  ভোট  পেয়ে জয়ী হয়েছিলেন জাতীয় পার্টির  চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার মৃত্যু হওয়ায় এই আসনটি শূন্য  ঘোষণা করে নির্বাচন কমিশন।
গত ১৪ জুলাই রাজধানীর সম্মিলত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় পার্টির  চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মারা যান।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর