পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

হাওর বার্তা ডেস্কঃ সাতদিন ভোগান্তির পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফলে যাত্রীদের ভোগান্তি কমতে শুরু করেছে। পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত ও দৌলতদিয়ায় ঘাটের নৌরুটে পন্টুন সংকটের কারণে ১৬টি ফেরির মধ্যে ১২টি ফেরি চলছে।

শুক্রবার সকাল পৌনে ১১টা পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাটে অপেক্ষমাণ বাসের কোনো সারি দেখা যায়নি।

ফেরিঘাট কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় চারটি ঘাট পন্টুন স্বাভাবিক হয়েছে। এসব ঘাট পন্টুন দিয়ে অনায়াসে ঘাটমুখী যানবাহনগুলো ফেরিতে উঠানামা করতে পারছে। আবার নদীতে স্রোত কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হতে শুরু করছে। সবমিলিয়ে ঘাট এলাকায় যানবাহনের চাপ কমতে শুরু করেছে। সর্বশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস বা ব্যক্তিগত ছোট গাড়ির কোনো চাপ নেই। ঘাট এলাকায় আসা মাত্রই ফেরিতে উঠার সুযোগ পাচ্ছে এসব যানবাহন। সেই সঙ্গে ঘাট এলাকায় অপেক্ষামাণ ট্রাকগুলো নিয়ম অনুযায়ী পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৬টি ফেরি রয়েছে। তবে স্রোতের কারণে গেল সাতদিনে ফেরিগুলো চলাচল করতে পারেনি। চার থেকে পাঁচটি ফেরি দিয়ে কোনো রকমে যানবাহন পারাপার করা হয়েছে। যে কারণে ফেরিঘাট এলাকার উভয় ঘাটে ভোগান্তি ছিল। তবে নদীর স্রোত কমে আসায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর