Smoke rises from the Syrian town of Tal Abyad, in a picture taken from the Turkish side of the border where a pigeon is seen, in Akcakale on October 10, 2019, on the second day of Turkey's military operation against Kurdish forces. - Turkey has vowed to destroy the Syrian Kurdish People's Protection Units (YPG) which controls much of northeastern Syria, and set up a "safe zone" for the return of Syrian refugees. A total of 70 people were so far reported injured across Turkish areas. Families were evacuating and streets emptying in Akcakale, as local authorities called on people to take shelter. (Photo by BULENT KILIC / AFP)

তুরস্ক সীমার মধ্যেই রয়েছে, অস্ত্রবিরতি চাচ্ছে যুক্তরাষ্ট্র

হাওর বার্তা ডেস্কঃ সিরিয়ার কুর্দি বাহিনীর ওপর তুরস্কের হামলা সীমা অতিক্রম করেনি বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

তিনি বলেন, ওয়াশিংটন একটি অস্ত্রবিরতির মধ্যস্থতা করতে চাচ্ছে।

অপারেশনের পিস স্প্রিংয়ের সমালোচনা ও অভিযান মানবিক না হলে নিষেধাজ্ঞার হুশিয়ারি দেয়ার আগে প্রাথমিকভাবে ট্রাম্পের কণ্ঠে তুরস্কের প্রতি সহমর্মিতা ছিল।

কী ধরনের পদক্ষেপ নিলে ট্রাম্পের এই ভাসাভাসা হুশিয়ারির লঙ্ঘন হবে জানতে চাইলে ওই মার্কিন কর্মকর্তা বলেন, বেসামরিক লোকজনের ওপর জাতিগত নিধন, নির্বিচার গোলাবর্ষণ, বিমান ও অন্যান্য হামলা চালালেই সেটা ঘটবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আমরা এখন সেই বিষয়টাতেই নজর রাখছি। এ পর্যন্ত এসব অভিযোগ নিয়ে উল্লেখযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু আমরা এখন খুবই শুরুর দিকে রয়েছি।

তিনি আরও বলেন, বুধবার শুরু হওয়া অভিযান এখনও বড় আকার নেয়নি। তুর্কিরা এখনো সিরিয়ার খুব গভীরে যায়নি। যে কারণে আমরা অনেকানেক হুশিয়ারি দিচ্ছি। আমরা নির্বিচার গোলাবর্ষণ নিয়ে উদ্বিগ্ন।

গোঁড়া রিপাবলিকান সমর্থকসহ যুক্তরাষ্ট্রে মারাত্মক সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাদের অভিযোগ, আইএসের বিরুদ্ধে লড়াই করা কুর্দিশ যোদ্ধাদের বিসর্জন দিয়েছেন তিনি।

রোববার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে এক ফোনকালের পর ট্রাম্প বলেন, তিনি মার্কিন সেনাদের প্রত্যাহার করে নিচ্ছেন।

মূলত তুর্কিশ অভিযান থেকে কুর্দিশ যোদ্ধাদের সুরক্ষা দিচ্ছিল মার্কিন সেনারা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর