৪ কোটি টাকা ফেরত দিয়ে দৃষ্টান্ত এখন আবু তৈয়ব

হাওর বার্তা ডেস্কঃ গতকাল ৮ অক্টোবর জমকালো অনুষ্ঠানাদির মধ্যদিয়ে উদ্বোধন হয়েছে নগরীতে বায়েজিদ সবুজ উদ্যান ৷ এটির উদ্বোধন করেন সাবেক গণপূর্তমন্ত্রী ও আওয়ামী লীগের নীতিনির্ধারনী ফোরামের সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ৷ তবে, এ খবরটির চেয়েও বড় খবর হয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইয়াল হয়েছেন বায়েজিদ সবুজ উদ্যানের ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক ৷ সবুজ উদ্যানটি নিমার্ণে ১২ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দ দেয় গণপূর্ত অধিদপ্তর । ঠিকাদারী কাজ পেয়েছিলেন আবু তৈয়ব নামের একজন সাবেক ছাত্রলীগ নেতা । ঠিকাদার আবু তৈয়ব ৮ কোটি ২৩ লাখ টাকা দিয়ে মানসম্মতভাবে কাজটি সম্পন্ন করে বাকি সাড়ে ৪ কোটি টাকা ফেরত দেন গণপূর্ত অধিদপ্তরকে। চায়লে অবশিষ্ট সাড়ে ৪ কোটি টাকা বিল ও খরচ দেখিয়ে অনায়াসেই ঠিকাদার আবু তৈয়ব নিজের করে নিতে পারতেন বলেও অনেকের অভিমত । তবে, তিনি তা করেননি, ফলে এখন তাঁর সততার এ খবর চট্টগ্রামই কেবল নয় সমগ্র দেশজুড়ে ভাইয়াল হয়েছে ৷ বিশেষ করে দেশে ঠিকাদার জি কে শামীমদের বিরুদ্ধে যখন দুর্নীতিবিরোধী অভিযান চলছে, ঠিক সেই মুহুর্তে আবু তৈয়ব নয়া দৃষ্টান্ত স্থাপন করলেন ৷ জানা যায় আবু তৈয়ব চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সদ্য গত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন ৷ তাঁর বাড়ী রাঙ্গুনিয়া উপজেলায় ৷ তিনি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের অনুসারী হিসেবে পরিচিত ৷
এদিকে আবু তৈয়বের এ দৃষ্টান্ত স্থাপনের বিষয়ে অনেকেই ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েন ৷ কাজী সুরুজ নামের একজন তাঁর স্ট্যাটাসে লিখেছেন- কিছু অনুপ্রবেশকারী, বিশ্বাসঘাতক, হাইব্রিড, টেন্ডারবাজ, সন্ত্রাসী, মাদকসেবীদের কারণে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য যখন প্রশ্নবিদ্ধ হচ্ছে বারংবার ঠিক তখনই মানবিক ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রাম উত্তরের সাবেক সাধারণ সম্পাদক,রাঙ্গুনিয়ার কৃতি সন্তান,সহযোদ্ধা মোহাম্মদ আবু তৈয়ব।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর