সৌরভকে ছাড়িয়ে গেলেন কোহলি

হাওর বার্তা ডেস্কঃ টেস্ট ক্রিকেটে সাফল্যের বিচারে অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে আগেই ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি। এবার অধিনায়ক হিসেবে ম্যাচ খেলার হিসেবে দাদাকে টপকে গেলেন তিনি। পুনেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে পূর্বসূরিকে পেছনে ফেললেন উত্তসূরি।

বৃহস্পতিবার প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত। অধিনায়ক হিসেবে ৫০তম টেস্ট খেলতে নেমেছেন কোহলি। প্রত্যাশিতভাবে সৌরভকে ছাপিয়ে গেলেন তিনি। টিম ইন্ডিয়াকে ৪৯টি টেস্টে নেতৃত্ব দেন বাংলার মহারাজ।

সৌরভের অধিনায়কত্বে ক্রিকেটের অভিজাত সংস্করণে ২১টিতে জয়, ১৩টিতে হার ও ১৫টি ড্র করে ভারত। বিদেশের মাটিতে ২৮টি টেস্ট খেলে দলকে ১৩টিতে জিতিয়েছেন তিনি।

সেখানে এ ম্যাচ বাদে সাদা জার্সিতে মেন ইন ব্লুদের ২৯টি জয় এনে দিয়েছেন বিরাট। ১০টি করে হার ও ড্র হয়। বিদেশের মাটিতে তার অধীনে ২৭টি টেস্ট খেলে ১৩টিতে জিতেছে ভারত।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর