আফগানিস্তানে আল কায়েদার দক্ষিণ এশীয় প্রধান নিহত

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানে আল কায়েদার দক্ষিণ এশীয় প্রধান নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। নিহত এ নেতার নাম অসিম ওমর। তিনি ভারতীয় উপমহাদেশে আল কায়েদার (একিউআইএস) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা অধিদপ্তর (এনডিএস) দাবি করেছে, গত ২৩ সেপ্টেম্বর আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের মুসা কালা জেলায় তালেবানের একটি ঘাঁটিতে আফগান-মার্কিন বাহিনীর যৌথ অভিযানে তাকে হত্যা করা হয়। এ সময় অসিম ওমর ছাড়াও আরও ৪০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও দাবি এনডিএস’র।

তবে শীর্ষ এ আল কায়েদা নেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র ও আল কায়েদা।

এদিকে তালেবানের পক্ষ থেকে এ সংবাদ প্রত্যাখ্যান করা হয়েছে। এ সংবাদকে তারা উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা হিসেবে আখ্যায়িত করেছে। তবে ওই হামলায় অনেক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর