নজর কেড়েছে ‘সারফেস ডুয়ো

কয়েকদিন আগেই এক ইভেন্টে বেশ কয়েকটি হার্ডওয়ার পণ্য উন্মোচন করেছে মাইক্রোসফট। পণ্যগুলোর মধ্যে বেশি নজর কেড়েছে ফোল্ডেবল ফোন সারফেস ডুয়ো।

সারফেস ডুয়োতে রয়েছে ৫.৬ ইঞ্চির ডুয়েল ডিসপ্লে যা ৩৬০ ডিগ্রিতে ঘুরতে পারে। এছাড়া ফোনটি চলবে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। দুটি স্ক্রিনের সংযোগ ঘটাতে ফোনটিতে রয়েছে হিঞ্জ। ফোনটি আনফোল্ড করলে তা ৮.৩ ইঞ্চির ট্যাবলেটে পরিণত হবে। প্রসেসরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর। একটি ফ্রন্ট ক্যামেরাও আছে। এই ফোনে একইসঙ্গে কথা বলা এবং অ্যাপও চালানো যাবে।

ফোল্ডেবল ফোন সারফেস ডুয়ো

মাইক্রোসফটের চিফ প্রোডাক্ট অফিসার পানোস প্রনয়ে জানিয়েছেন, ২০২০ সালের শেষের দিকে ফোনটি বাজারে আসবে। তবে ফোনটির দাম সম্পর্কে কোনো ধারণা দেয়া হয়নি। তথ্যসূত্র- দ্য ভার্জ

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর