পপ-আপ সেলফি ক্যামেরার স্মার্টফোন নিয়ে এবার মটোরোলা

স্মার্টফোনের বাজারে মটোরোলা বেশ পিছিয়েই পড়েছে বলতে গেলে। তবে পপ-আপ সেলফি ক্যামেরা নিয়ে এসে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মার্কিন কোম্পানিটি।

এনডিটিভি জানায়, গত কয়েক মাসে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানিগুলো পপ-আপ সেলফি ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করেছে। এবার তাদের সঙ্গে যুক্ত হলো মটোরোলাও।

সম্প্রতি অনলাইনে প্রকাশ হওয়া এক ভিডিওতে, স্মার্টফোন কোম্পানিটির একটি ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছে। এই ক্যামেরা ব্যবহারের জন্য ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না।

পপ-আপ ক্যামেরায় একটি মাত্র সেন্সর থাকছে। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের চারপাশে উজ্জ্বল আলো দেখা গিয়েছে।

ফুল স্ক্রিন ডিসপ্লের ফোনটির পেছনে গাঢ় নীল গ্রেডিয়েন্ট ফিনিশ দেখা গিয়েছে। মোটোরোলার এই প্রথম কোনো ফোনে এই ধরনের ডিসপ্লে ব্যবহার হল।

তবে বিক্রির জন্য এখনও ফোনটি বাজারে ছাড়া হয়নি। এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর