সিংগাইরে ঝুঁকিপূর্ণ সেতু, বাঁশ দিয়ে চলছে সংস্কার

হাওর বার্তা ডেস্কঃ সিংগাইর উপজেলার জয়মন্টপ পুরাতন বাসস্ট্যান্ড ইউনিয়ন পরিষদের সামনে ২০ বছর আগে নির্মিত সেতুটি এখন মরণ ফাঁদ। সেতুর মাঝখানে গর্ত হয়ে গেছে। সেতুটির ফাটল হওয়া গর্তে উঁকি মারলে নিচে প্রবাহমান গহিন খালটি ভয়াবহ মৃত্যুকূপ বলে মনে হয়।
এ দিকে ঝুঁকিপূর্ণ এ সেতুর যান চলাচল ঠিক রাখতে স্থানীয় বাসিন্দারা ফাটল জায়গায় রডেরস্থলে বাঁশ ও কাঠ দিয়ে সংস্কার কাজ শুরু করেছেন। এ সেতুটি অনেক আগেই হারিয়েছে যান চলাচলের উপযোগিতা। তার পরেও স্থানীয় লোকজন জোড়াতালি দিয়ে জীনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। গত দু’দিন আগে স্থানীয় বাসিন্দা ‘অনিমেষ দাস’ সেতুটির ফাটলস্থলের ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে সামাজিক মাধ্যমে তা ভাইরাল হয়। বিভিন্ন মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠে সামাজিক মাধ্যম।

স্থানীয় বাসিন্দা ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন টিপু বলেন, জয়মন্টপ ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ পীর বাড়ির দরবার শরীফ সড়কের প্রবেশদ্বার এ সেতুর দ্রুত পুনঃনির্মাণের দাবি করছি। জয়মন্টপ বাজার বাসস্ট্যান্ডের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সেলিম আহম্মেদ বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় পারাপারে ব্যাপক অসুবিধা হচ্ছে। লোক সমাগম না থাকায় বেচাকেনাও কমে গেছে। হিন্দু সম্প্রাদয়ের সবচেয়ে বড় উৎসব চলমান দুর্গাপূজা দর্শীনার্থীদের যাতায়াতেও ব্যাপক অসুবিধা হচ্ছে।
জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদৎ হোসেন বলেন, পুরাতন ব্রিজটির স্থলে খুব তাড়াতাড়ি নতুন ব্রিজ নির্মাণ করা হবে। ব্রিজটি ভেঙে যাওয়ায় চলাচল বন্ধ করে সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়েছে, জনগণকে বিকল্প রাস্তা দিয়ে চলাচল করতেও বলা হয়েছে। এ ব্যাপারে সিংগাইর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ রুমায়েত জামান বলেন, পরিদর্শন করে দেখা গেছে সেতুটির ফাউন্ডেশন এখানো মজবুত রয়েছে। অতিদ্রুত মেরামত করা হবে ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর