আ’লীগ শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি অনুভূতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি অনুভূতি। আওয়ামী লীগের নেতা-কর্মীরা আদর্শের জন্য জীবন দিতে পারে, নেতা-কর্মীদের জন্য জীবন দিতে পারে।’

তিনি বুধবার বিকেলে শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ একটা ভাগ্যবান রাজনৈতিক দল। কারণ এই পবিত্র মাটিতে (গোপালগঞ্জ) জন্ম নিয়েছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আবার এই মাটিতেই তিনি শায়িত আছেন। এই মাটি বীরের মাটি।’

সম্মেলনের উদ্বোধক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম বলেছেন, ‘স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তি একত্রিত হয়ে আবার একটি মুক্তিযুদ্ধ করতে হবে। এ যুদ্ধের মাধ্যমে রাজাকার, আল-বদর ও যুদ্ধাপরাধীদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে এ যুদ্ধে আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের অংশ নিতে হবে।’

এ সময় কেন্দ্রীয় আওযামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গির কবির নানক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, কৃষি ও সমাজ কল্যাণ সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এমপি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উম্মে রাজিয়া কাজল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আব্দুর রহমান এমপি, এনামুল হক শামীম, এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোল্লা আবু কাওসার, গোপালগঞ্জ জেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক বক্তব্য রাখেন।

পরে চৌধুরী এমদাদুল হককে সভাপতি ও মাহাবুব আলী খানকে সাধারণ সম্পাদক করে গোপালগঞ্জ জেলা কমিটির নাম ঘোষণা করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর