গণতন্ত্রকে মুক্ত করতেই উপনির্বাচনে অংশ নেওয়া : ফখরুল

হাওর বার্তা ডেস্কঃ গণতন্ত্রকে মুক্ত করতেই রংপুর ৩ আসনের উপনির্বাচনে বিএনপি অংশ নিয়েছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিকালে রংপুর মহানগরীর পায়রা চত্বরে উপনির্বাচনের পথসভায় এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি বলেন, আমাদের ভোট দেওয়ার অধিকার, কথা বলার অধিকার ও লিখবার অধিকার ফিরিয়ে আনতে হবে। এজন্য এ উপনির্বাচনে অংশ নেওয়া হয়েছে। ক্যাসিনো খেলার সুযোগ দিয়ে সরকার দেশকে বিক্রয় করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেন।

ফখরুল বলেন, দেশকে রক্ষার জন্য বিএনপি আন্দোলনে নেমেছে। এই আন্দোলনের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফেরাতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী রিটা রহমান, উপনিবার্চনের সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ও  বিএনপির যুগ্ন মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

এর আগে মহানগরীর জিরোপয়েন্টে পথসভায় অংশ নেন ফখরুল। পরে মহানগরীর পায়রা চত্বরের পথসভায় পিকআপ ভ্যান থেকে পড়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহত হন। তাকে স্থানীয় প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর