ভূগর্ভস্থ পানি নামছেই, নদী থেকে পানি আনুন

হাওর বার্তা ডেস্কঃ  ঢাকা শহরের পানির চাহিদার ৭৮ শতাংশই এখন আসছে গভীর নলক‍ূপ থেকে। ওভার হেড ট্যাংকের স্থলে গভীর নলকূপ একটা ভালো সমাধান হিসেবে এক সময় আবির্ভূত হয়েছিল। কিন্তু এই সমাধান এখন কার্যকারিতা হারাচ্ছে। প্রতি বছর একটু একটু করে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। গত ১৮ বছরে ঢাকার ভ‍ূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে গড়ে ৫ ফুট করে। ১৯৮০ সালে ঢাকায় ১০ থেকে ৩০ ফুটের মধ্যে পানি পাওয়া যেত।
পানির স্তর নেমে যাওয়াতে ২০০০ সালে ৬৮ থেকে ১৫২ ফুট পর্যন্ত খুঁড়তে হত পানি পাওয়ার জন্য, আর ২০১৮ সালে তা ১৫৬ থেকে ২৬২ ফুটে নেমে গেছে। ৮/১০ বছর আগে একটি গভীর নলক‍ূপ স্থাপনে ব্যয় হত ৪০ থেকে ৫০ লাখ টাকা, যা বর্তমানে এক কোটি টাকারও বেশি লাগছে। আগে একটা কূপ ১০/১২ বছর নিরবচ্ছিন্নভাবে পানি দিত। কিন্তু এখন ২/৩ বছরেই কূপে পানি ওঠা বন্ধ হয়ে যাচ্ছে। ফের আরো গভীর করে কূপ খনন করতে হচ্ছে। এভাবে চলতে থাকলে এক সময় ঢাকার মাটির নিচে পানি নিঃশেষ হয়ে যাবে। বিকল্প ব্যবস্থা হিসেবে এখনই নদীর পানি পরিশুদ্ধ করে তা সরবরাহের ব্যবস্থা করতে হবে। শহরে পানির স্তর নেমে যাওয়া শুধু ঢাকার সমস্যা নয়, পৃথিবীর অন্যান্য দেশেও এই সমস্যা আছে। ভারতে ১৭টি শহরে এই সমস্যা আছে। তারা কাছের অথবা দূরবর্তী নদী থেকে পানি বিশুদ্ধ করে তা সরবরাহের উদ্যোগ নিয়েছে। এমনকি শহরের ড্রেন দিয়ে বয়ে যাওয়া পরিত্যক্ত পানি শুদ্ধ করে পুনরায় খাওয়ার উপযোগী করার প্রকল্পও আছে হাওড়াতে। বাংলাদেশকে এখন এই পথে হাঁটতে হবে।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর