রাজধানীতে ৩৫ পয়েন্টে ৪৫ টাকা কেজি পেঁয়াজ

হাওর বার্তা ডেস্কঃ রাজধানী ঢাকার ৩৫টি পয়েন্টে আজ থেকে ৪৫ টাকা দরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করা হবে। সোমবার (৩০ সেপ্টেম্বর) ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মুখপাত্র হুমায়ূন কবির তথ্য জানিয়েছেন।

হঠাৎ সারাদেশে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজের চাহিদা মেটাতে ইতোমধ্যে মিশর ও তুরস্ক থেকে আমদানি করা দুই জাহাজ পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আগামী দুই-একদিনের মধ্যেই এ পেঁয়াজ বাজারে আসবে। তখন আরও দাম কমবে।
এদিকে গতকাল শনিবার পেঁয়াজের উৎপাদন সংকট দেখিয়ে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। আর এতে ভারতের অভ্যন্তরে পাইপলাইনে থাকা পেঁয়াজ বন্দরে প্রবেশ না করলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা বন্দরের আমদানিকারকদের। অন্যদিকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় প্রভাব পড়েছে পাইকারি ও খোলা বাজারে। কয়েক ঘণ্টার ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ৪০ থেকে ৪৫ টাকা। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর