পূজায় চুলকে সাজান মনোমুগ্ধকর সাজে

উৎসবমুখর পূজায় মেয়েরা নিজেকে উপস্থাপন করতে চায় নতুন কোন স্টাইলে। আর তা যদি হয় চুলের তাহলে তো কথাই নেই। চুল মেয়েদের সৌন্দর্য দ্বিগুণ করে তোলে। তাই এই পূজায় চুলের সাজে নিয়ে আসুন নতুন স্টাইল। চলুন তবে জেনে নেয়া যাক পূজায় আকর্ষণীয় ভাবে চুল সাজগোজের উপায়-
চুলে ফ্লাওয়ার পেটাল হেয়ারস্টাইল করতে যা যা লাগবে
> হেয়ার ইলাস্টিক

> ফ্লাওয়ার অরনামেন্টস

> ববি পিন

> হেয়ার ব্রাশ

চুল বাঁধার পদ্ধতি
> চুল ভালোভাবে ব্রাশ করে নিয়ে উপর ও নিচে দুটি অংশে ভাগ করে নিতে হবে। এবার দুটি অংশ ইলাস্টিক দিয়ে পনিটেইল (ঝুঁটি) করে বেধে নিতে হবে। এবার উপরের পনিটেইলকে চারটি ভাগে ভাগ করা লাগবে। উপরের ভাগটি ফুলের পাপড়ির আকারে ইলাস্টিকের ভিতরে ঢুকিয়ে দিতে হবে।

> একইভাবে ভাগ করে বাকি তিনটি পেটাল শেইপ করে বেধে ফেলতে হবে। চুলের লম্বা ও ঘনত্বের উপর নির্ভর করে ৪-৫টা পেটাল হবে।

> একইভাবে নিচের পনিটেইলটি করে নিতে হবে। আর হ্যাঁ, চুল ঠিক রাখতে প্রয়োজনে ববি পিন দিয়ে চুল আঁটকে দিতে হবে। এবার ফ্লাওয়ার অরনামেন্টস লাগিয়ে চুলের স্টাইলটিকে করে নিন আরো আকর্ষণীয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর