অপরাধী যে দলের হোক কঠোর ব্যবস্থা: র‌্যাব ডিজি

হাওর বার্তা ডেস্কঃ অপরাধী যে দলের হোক বা যতই প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।

তিনি বলেছেন, অপরাধী অপরাধীই। অপরাধ করে কেউ পার পাবে না। বর্তমান সরকার মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরুর নির্দেশ দিয়েছে। সেই মোতাবেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার বিকেলে নেত্রকোনা পাবলিক হলে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেত্রকোনা জেলা পুলিশ এই অনুষ্ঠানের আয়োজন করে।

বেনজির আহমেদ বলেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে ওঠার আগেই সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় তা নিমূ©ল করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দেশ থেকে চিরতরে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি নিমূ©ল করা সম্ভব নয়। এ জন্য তিনি জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুনশীর সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক যতীন সরকার, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভূঁইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সম্পাদক পুলিশ সুপার প্রলয় জোয়ারদার ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর