বদলে যাবে আইফোনের ‘চেহারা’

হাওর বার্তাঃ আইফোন ১১ ডিভাইসটির ডিজাইন নিয়ে নানা ধরনের মন্তব্য শুনতে হয়েছে অ্যাপলকে। প্রতিষ্ঠানটির বিশ্লেষক মিং-চি কুয়ো জানিয়েছেন, আগামী বছরই আইফোনের নকশার পাশাপাশি বেশ কিছু পরিবর্তন আসতে পারে। নতুন আইফোনের নকশা হতে পারে আইফোন ৪ এর মতো।

মিং-চি কুয়ো বলেন, আইফোন ১১ এর সঙ্গে যে কোনো মিল থাকবে না তাও নয়। নতুন ডিভাইসটির মতো সামনে ও পেছনে গ্লাস রাখা হবে। আর ডিভাইসটির চারপাশে থাকবে ধাতব ফ্রেম। আমাদের ধারণা ২০২০ সালের দ্বিতীয়ার্ধের আইফোনেও ধাতব ফ্রেমের সঙ্গে সামনে এবং পেছনে ২/২.৫ডি গ্লাস ব্যবহার করা হবে।

ডিজাইন অপছন্দ হওয়ায় অনেকেই আইফোন ফ্লাগশিপের ওপর নজর দিয়েও ফিরিয়ে নিয়েছেন। বিষয়টি বেশ ভালোভাবে টের পেয়েছে অ্যাপল। আগামী বছর থেকে তারা ডিজাইনের ওপর সর্বাধিক গুরুত্ব দেবে বলে জানিয়েছেন কুয়ো। তিনি ধারনা করছেন, আগামী বছর দ্বিতীয়ার্ধে ২০১৯ সালের চেয়ে আইফোনের বিক্রি বাড়বে প্রায় ১৫ শতাংশ।

সিএনবিসি’র খবরে বলা হয়, নতুন বছরের আইফোনে ৫জি থাকতে পারে। তবে উৎপাদন নতুন প্রক্রিয়ার কারণে কিছু যন্ত্রাংশের দাম কিছুটা বাড়তে পারে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর