কড়াই বিলে অতিথি পাখি দেখতে উপচে পড়া ভিড়

দিনাজপুরের বিরল উপজেলার কড়াই বিলে প্রতিবারের মতো এবারও শীতের অতিথি পাখি আসতে শুরু করেছে।

প্রচণ্ড শীত থেকে নিজেদের বাঁচাতে সাইবেরিয়া থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে প্রতি বছর পাখিরা কড়াই বিলে আসে। পাখিদের জন্য কড়াই বিল একটি অভয়ারণ্য ও নিরাপদ স্থান।

সারাদিন পাখির কলকাকলিতে বিল থাকে মুখরিত। দুর-দূরান্ত থেকে এখানে পাখি দেখতে আসা মানুষের উপচে পড়া ভিড়ে ভরে উঠে বিলের চারপাশ।

এই বিলে পাখিদের মধ্যে রয়েছে চখাচখি, বালিহাঁস, ঝুটিহাঁস, রাজলক্ষ্মী, খাকিড্রিম, মুনড্রফ, সাইবেরিয়ান হক্স, হোয়াইট কুইল ও নাইট খোলাসহ বিভিন্ন জাতের ছোট-বড় আকৃতির নানান পাখি।

সারি সারি ফলজ বৃক্ষের মাঝে বিশাল স্বচ্ছ জলরাশিতে এসব অনিন্দসুন্দর পাখিদের বিচরণ সত্যিই মনমুগ্ধকর দৃশ্যের অবতারণা করে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর