পূজায় ভারতকে ৫০০ মে. টন ইলিশ দিচ্ছে বাংলাদেশ

হাওর বার্তাঃ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে ভারতে পাঁচ শ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার ইলিশ পাঠানোর এ অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে। এটি রফতানির কোনো বিষয় নয়। বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের কলকাতায় ইলিশ নিয়ে যাবেন, পরে সেখানকার বাজারে শুভেচ্ছা মূল্যে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এই ইলিশ বিক্রি হবে। এটা শুধুমাত্র একবারের জন্যই।

মন্ত্রণালয় সূত্র জানায়, এসব ইলিশ ভারতের সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো হস্তান্তর নয়। শুধু পূজা উপলক্ষে এই অনুমতি দিয়েছে সরকার।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর