সৌদিতে হামলা বন্ধে হুতির প্রস্তাবকে স্বাগত জানালো জাতিসংঘ

হাওর বার্তাঃশান্তি উদ্যোগের প্রথম ধাপ হিসেবে সৌদি আরবে সব ধরনের হামলা বন্ধ করার প্রস্তাব দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। তাদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ।

এই প্রস্তাব ‘যুদ্ধের সমাপ্তি ঘটানোর জন্য শক্তিশালী বার্তা’ দিতে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ। খবর বিবিসির।

সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার এক সপ্তাহ পর হুতিদের এমন প্রস্তাব আসলো।

হুতিরা ওই হামলার দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র ও সৌদি আরব হামলার জন্য ইরানকে দায়ী করেছে।

তবে হামলার সঙ্গে জড়িত থাকার কথা ইরান অস্বীকার করেছে।

টেলিভিশনে সম্প্রচারিত এক ঘোষণায় হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল মাশাত জানিয়েছেন, গোষ্ঠীটি সৌদি আরবের ওপর সব ধরনের হামলা বন্ধ করবে ‍যদি সৌদি আরব ও তার মিত্ররা একই কাজ করে।

ইয়েমেনের সব পক্ষগুলোর প্রতি ‘ব্যাপক জাতীয় পুনর্মিলনের’ জন্য কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিত হুতিদের এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন।

ইয়েমেনের যুদ্ধে এ পর্যন্ত প্রায় ১০ হাজার লোক নিহত হয়েছে। এই যুদ্ধ লাখ লাখ মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে।

২০১৫ সালে হুতিরা প্রেসিডেন্ট আব্দরাব্বু মনসুর হাদিকে সরিয়ে রাজধানী সানা দখল করে নেয়। তারপর প্রতিবেশী সৌদি আরব ও তার আঞ্চলিক মিত্ররা হুতিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গিয়ে দেশটির গৃহযুদ্ধে হস্তক্ষেপ করলে সংঘাত আরও বেড়ে যায়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর