হাজারো অ্যাপ বাতিল করল ফেসবুক

হাওর বার্তাঃফেসবুকে থাকা তথ্য সংগ্রহ করে অপব্যবহার করার অভিযোগে কয়েক হাজার অ্যাপ নিজেদের প্ল্যাটফর্ম থেকে বাতিল করেছে ফেসবুক। অ্যাপগুলো নির্মাণের সঙ্গে যুক্ত ৪০০ ডেভেলপারকেও বহিষ্কার করেছে তারা। উল্লেখ্য, ফেসবুকের প্ল্যাটফর্মটিতে বিশ্বের নানা প্রান্তে থাকা ডেভেলপার ও অ্যাপনির্মাতা নিজেদের তৈরি প্রযুক্তিসেবা ও অ্যাপ তুলে ধরার সুযোগ পেয়ে থাকে।

কিন্তু প্ল্যাটফর্মটিতে থাকা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য পাচার হচ্ছে বলে অভিযোগ করেন নিরাপত্তা গবেষকরা। সমস্যা সমাধানে প্ল্যাটফর্মটিতে থাকা তৃতীয় পক্ষের তৈরি সব অ্যাপ পর্যালোচনার ঘোষণা দিয়েছিল ফেসবুক।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর