এবার ধানমণ্ডি ক্লাবে র‌্যাবের অভিযান

রাজধানীর ধানমণ্ডি ক্লাবে অবৈধ ক্যাসিনো থাকার অভিযোগ পেয়ে এবার সেখানে অভিযান চালিয়েছে র‌্যাব। অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ধানমন্ডি ক্লাবে গেছে র‌্যাব।

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ক্লাবের ভেতরে অভিযান শুরু করে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজমের নেতৃত্বে একটি দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম সাংবাদিকদের জানান, ধানমণ্ডি ক্লাবে ক্যাসিনো থাকার অভিযোগের ভিত্তিতে দুপুর থেকে ক্লাবটি ঘিরে রাখা হয়। কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান শেষ করে এই ক্লাবে শুরু করেছি।

এদিকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযানে একটি বিদেশি পিস্তল, ইয়াবা, জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও কৃষকলীগের কেন্দ্রীয় শফিকুল আলম ফিরোজকে আটক করা হয়েছে।

অন্যদিকে অবৈধ ক্যাসিনো থাকার গোয়েন্দা খবরে এজাক্স ক্লাব ও কারওয়ানবাজার মৎস্যজীবী ক্লাবও ঘিরে রেখেছে র‌্যাব।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর