এবার ৩ কোটি ৩০ লাখের ভাগ্য জানাল আসাম

হাওর বার্তা ডেস্কঃ আসামের নাগরিকপঞ্জিতে থাকার জন্য যে তিন কোটি ৩০ লাখ মানুষ আবেদন করেছিলেন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এই তিন কোটি ৩০ লাখ মানুষ নাগরিক তালিকা থেকে বাদ পড়ার শঙ্কায় ছিলেন। এখন তারা এনআরসি ওয়েবসাইট থেকে নিজেদের চূড়ান্ত অবস্থা জেনে নিতে পারেন।

nrcassam.nic.in. এই ওয়েবসাইট থেকে বৈধ এআরএন নম্বর দিয়ে ফলাফল জানতে হবে।

নাগরিক হিসেবে যাদের গ্রহণ করা হয়েছে, যারা বাদ পড়েছেন, যাদের আবেদন প্রক্রিয়াধীন আছে-তাদের সবার নাম আলাদা আলাদাভাবে শনিবারের তালিকায় প্রকাশিত হয়েছে।

গত ৩১ আগস্ট আসামে চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ করে বিজেপি সরকার। ওই তালিকায় থাকার জন্য এই তিন কোটি ৩০ লাখ মানুষ আবেদন করেছিলেন।

তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায়, ১৯ লাখ মানুষের নাম নেই। আইন অনুযায়ী, এনআরসি থেকে বাদ পড়াদের নিজেদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য ১২০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন জানাতে হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর