চিন্তায় ভারতের চেয়ে পাকিস্তান যোজন যোজন পিছিয়ে: সাবেক পাক জেনারেল

হাওর বার্তা ডেস্কঃ সামরিক এবং কৌশলগত চিন্তাভাবনায় পাকিস্তানের চেয়ে ভারত সবসময়ই একধাপ এগিয়ে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক আর্মি জেনারেল গোলাম মুস্তাফা।

লোকসভা নির্বাচনের বিজেপির জয়ের পর ভারত যে কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নেবে সে বিষয়ে আগাম কোনো ধারণা ছিল না পাকিস্তানের-এমনটাই দাবি করেছেন পাকিস্তানের সাবেক ওই জেনারেল।

রোববার (৮ সেপ্টেম্বর) পাকিস্তানের এক সংবাদমাধ্যমে গোলাম মুস্তাফা বলেন, ‘কৌশলগত চিন্তাভাবনাতে ভারত থেকে বেশ পিছিয়ে রয়েছে পাকিস্তান। কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের ঘটনাই হোক বা সামরিক অভিযান, সবক্ষেত্রেই এগিয়ে রয়েছে ভারত।’

উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের বিষয়টি নিয়ে এখন হইচই করছে পাকিস্তান। কিন্তু মোদি সরকার যে এমন পদক্ষেপ নেবে সে সম্পর্কে আগে থেকে কোনো ধারণাই করতে পারেনি পাকিস্তান।’

পাকিস্তান সরকার ও কূটনীতিকদের দূরদর্শিতার অভাবেই এমনটি ঘটছে বলে জানান সাবেক সেনা কর্মকর্তা।

এর কারণ হিসেবে তিনি বলেন, ‘পাকিস্তানের চিন্তাভাবনা সংকীর্ণ। কোনো কিছুর ভবিষ্যত নিয়ে পাকিস্তান ভাবে না। তাই ভারত থেকে যোজন যোজন পিছিয়ে রয়েছে তারা ।’

ওই সাক্ষাতকারে ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের প্রসঙ্গও তোলেন সাবেক সেনা কর্মকর্তা। বলেন, ‘ওই যুদ্ধে ভারতের সামরিক বাহিনী পাকিস্তানকে বিস্মিত করেছিল। পাকিস্তান সে সময় ভাবতেও পারেনি যে, ভারতের সেনারা আন্তর্জাতিক সীমারেখা পেরিয়ে ভেতরে প্রবেশ করবে। পাক সেনারা তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। লাহোর ও শিয়ালকোটের অদূরেই শুরু হয়েছিল যুদ্ধটি।’

এদিকে নিজ দেশ সম্পর্ক নেতিবাচক মন্তব্য করে বিপাকে পড়েছেন গোলাম মুস্তাফা। এই সাক্ষাৎকার দেয়ার পর তার সমালোচনায় মুখর হয়েছেন পাকিস্তানের রাজনীতিক ও সুধীজনরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর