কর্ণেল অলির বিএনপিতে ফেরার গুঞ্জন

বিএনপি ছেড়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি গড়া (এলডিপি) কর্নেল (অব.) অলি আহমেদকে আবারও বিএনপিতে ফেরানোর গুঞ্জন চলছে।

এনিয়ে প্রকাশ্যে কোনো আলোচনা না হলেও সংশ্লিষ্ট রাজনৈতিকসূত্রগুলো এই আভাস দিয়েছে।

বিএনপিতে ফেরার অংশ হিসেবেই কর্নেল অলি আহমেদ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে বিএনপির দায়িত্বশীলসূত্র সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে।

সেখানে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে অলি আহমদের সাক্ষাতের কথাও রয়েছে বলে জানা গেছে। অলি আহমেদের ব্যক্তিগত সহকারী সালাহ উদ্দিন রাজ্জাক বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন, অলি আহমেদ যুক্তরাজ্যে আছেন।

জানা গেছে, বিএনপিতে ফেরার বিষয়ে দলটির প্রধান খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে চূড়ান্ত কথা বলতেই অলি আহমেদের যুক্তরাজ্য যাত্রা। সেখানেই বিএনপির সঙ্গে এলডিপির একীভূত হওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

২০০১ সালের সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে আসন বণ্টন নিয়ে দলের সঙ্গে মতভেদে জড়ান বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা অলি আহমেদ। ২০০৬ সালের ২৬ অক্টোবর অলি আহমদ বিএনপি থেকে পদত্যাগ করে সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে বিকল্পধারা গঠন করেন। পরে ওখানে থেকে বের হয়ে এলডিপি (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) গঠন করেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর