চট্টগ্রামে বৃষ্টি, খেলা শুরু হতে দেরি

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রাম টেস্টের জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আফগানিস্তান। অন্যদিকে, হার এড়াতে হাতে থাকা চার উইকেট নিয়ে অবিশ্বাস্য কিছু করতে হবে বাংলাদেশকে। স্বাগতিক দল যখন এমন কঠিন হিসাবের সামনে দাঁড়িয়ে তখন তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে এসেছে বৃষ্টি।

বৃহস্পতিবার পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে নয়টায়। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। আফগানিস্তান দল এরই মধ্যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসে পৌঁছেছে। তবে বাংলাদেশ দল এখনো হোটেল থেকেই বের হয়নি।

খেলা না হলে বড় লাভ বাংলাদেশের। এই টেস্টে বাংলাদেশকে হারাতে শেষ দিনে মাত্র ৪ উইকেট দরকার আফগানিস্তানের। বাংলাদেশের দরকার ২৬২ রান। উইকেটে আছেন সাকিব আল হাসান (৩৯*) ও সৌম্য সরকার (০*)।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর