লাগাতার পরিবহন ধর্মঘটে অচল বান্দরবান

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রাম বিভাগীয় পরিবহন মালিক ঐক্য পরিষদের ৯ দফা দাবিতে বান্দরবানে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রোববার সকাল থেকে বান্দরবান শহরসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে কোনো ধরনের দূরপাল্লার যাত্রীবাহী বাস স্টেশন ছেড়ে যায়নি।হঠাৎ ধর্মঘটে বান্দরবানের বিভিন্ন স্থানে আটকা পড়েছে ভ্রমণপিপাসু পর্যটকরা।বাসস্ট্যান্ডগুলোতে ভিড় জমিয়েছে সাধারণ যাত্রীরা।

তবে বাস চলাচল বন্ধ থাকলেও অটোরিকশা, মাহিন্দ্র এবং জিপগাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

বাস কাউন্টার ম্যানেজার মোহাম্মদ বেলাল বলেন, ধর্মঘটের কারণে বান্দরবান শহর ছেড়ে যায়নি পূরবী-পূবার্ণীসহ কোনো ধরনের যাত্রীবাহী বাস। কিন্তু হঠাৎ ধর্মঘটের বিষয়টি আমাদের জানা ছিল না।

জানা গেছে, গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদ ৯ দফা দাবিতে অনিদিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেন।

দাবিগুলো হলো হচ্ছে-পণ্য ও পণ্য পরিবহনের কাগজপত্র হালনাগাদ করার জন্য জরিমানা মওকুফ করা ও এই সিদ্ধান্ত না আসা পর্যন্ত কাগজপত্র যাছাই বাছাইয়ের নামে হয়রানি বন্ধ করা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর