স্পাইডারম্যানের চরিত্রে আবারও

হাওর বার্তা ডেস্কঃ মার্ভেল স্টুডিওর প্রধান কেভিন ফাইগি আগস্টের শেষে ঘোষণা দিয়েছেন তারা আর ‘স্পাইডারম্যান’-এর সঙ্গে যুক্ত থাকছেন না। ভক্তদের মনে তাই শঙ্কা দেখা দিয়েছিল, টম হল্যান্ডকে আর স্পাইডারম্যান চরিত্রে দেখা যাবে না।’ অবশেষে ভক্তদের সব শঙ্কা উড়িয়ে দিয়ে টম হল্যান্ড সম্প্রতি এক সাক্ষৎকারে বলেছেন, ‘মার্ভেল স্টুডিও যুক্ত না থাকলেও সনি পিকচার্সের তত্ত্বাবধানে ‘স্পাইডারম্যান’-এর পরের ছবিতে পিটার পার্কার চরিত্রে আমাকেই দেখা যাবে।’

তিনি আরও বলেন, ‘স্পাইডারম্যান হোম কামিং’ এবং ‘স্পাইডারম্যান ফার ফ্রম হোম’ ছবি দুটি এমসিইউর তত্ত্বাবধানে তৈরি হলেও ‘স্পাইডারম্যান’-এর স্বত্ব সনি পিকচার্সের হাতে বন্দি।

এ কারণেই ‘স্পাইডারম্যান’-এর সব ছবি পরিবেশনার দায়িত্বে থাকে যুক্তরাষ্ট্রের এই চলচ্চিত্র প্রতিষ্ঠান। যেজন্য ‘স্পাইডারম্যান ছবির ভবিষ্যৎ সনির হাতেই নিরাপদে থাকবে। আর পরের ছবিতে আমরা দারুণ কিছু নিয়ে আসব, যা ভক্তদের হতাশ করবে না।’ টম হল্যান্ডের এ কথায় ভক্তদের হতাশা কাটবে তা ধরে নেওয়া যায়। এবং দেখার অপেক্ষা টমের ‘স্পাইডারম্যান’ সিরিজের নতুন ছবি কেমন হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর