রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের কাছে ঐক্যফ্রন্ট

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের বাসায় প্রায় দুই ঘণ্টার এই বৈঠক হয়। বৈঠকের বিষয়ে বিএনপি বা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।

তবে বৈঠকের একটি সূত্র জানায়, ঐক্যফ্রন্টের নেতারা খালেদা জিয়ার মুক্তির বিষয়সহ, চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি কূটনীতিকদের সামনে তুলে ধরেন। এ ছাড়া রোহিঙ্গা ইস্যুতেও বৈঠকে কথা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, ব্রিটিশ হাইকমিশনার, কানাডার উপহাইকমিশনার, জাতিসংঘের আবাসিক প্রতিনিধিসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা।

ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণফোরাম নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর