এনবিআরে কোনো কোন্দল নেই

শীর্ষ কর্মকর্তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে প্রথম প্রান্তিকে রাজস্ব ঘাটতি হয়েছে অর্থমন্ত্রীর এমন বক্তব্য নাকচ করে দিয়ে এনবিআরে কোনো প্রকার অভ্যন্তরীণ কোন্দল নেই বলে দাবি করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলন কক্ষে ঢাকা চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রকাশিত ‘ট্যাক্স গাইড-২০১৫-১৬’ এর মোড়ক উন্মোচনকালে সাংবাদিকেদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

নজিবুর রহমান বলেন, এনবিআরে কোনো প্রকার অভ্যন্তরীণ কোন্দল নেই। আমরা সবাই এক সঙ্গে কাজ করছি। কর্মকর্তাদের সহযোগীতায় রাজস্ব আদায় দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে। চলতি অর্থবছরেও রাজস্ব আদায়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করবে বলে জানান এবিআর চেয়ারম্যান।

প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কম হওয়ার বিষয়ে তিনি বলেন, প্রথম প্রান্তিকে একটা প্রস্তুতির বিষয় থাকে, অনেক চ্যালেঞ্জের বিষয় থাকে। এছাড়া অর্থবছরের প্রথম তিন মাসে এমনিতেই রাজস্ব আদায় কম হয়। যার কারণে আমরা প্রথম প্রান্তিকে নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে পারিনি।

প্রসঙ্গত, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ কর্মকর্তার অদক্ষতা, স্বেচ্ছাচারিতা আর ক্ষমতার অপব্যবহারে ভয়াবহ রাজস্ব বিপর্যয়ের মুখে এখন সরকার। এ নিয়ে অর্থমন্ত্রীসহ সরকারের অধিকাংশ মন্ত্রীই ক্ষুব্ধ। পরিকল্পনাহীনভাবে রাজস্ব আদায় করতে গিয়ে অর্থবছরের প্রথম ৩ মাসে রাজস্ব আয়ে ঘাটতি এখন প্রায় ৬ হাজার কোটি টাকা। আয়কর, ভ্যাট ও শুল্ক সব খাতই লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে।

অনুষ্ঠানে ডিসিসিআইয়ের সভাপতি হোসেন খালেদ, এনবিআরের বিভিন্ন উইংয়ের সদস্যসহ ডিসিসিআইয়ের পরিচালকরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর