জ্বরে আক্রান্ত নায়ক শাকিব

ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় নায়ক শাকিব খান। জ্বরে আক্রান্ত হওয়ার কারণে বান্দরবানে ছবির গানের শুটিং বাতিল করা হয়েছে।

শাকিব খান ও নবাগত জাহারা মিতু জুটির প্রথম চলচ্চিত্র ‘আগুন’।

সম্প্রতি শুরু হয়েছে ‘আগুন’ ছবির শুটিং। ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেধে অভিনয় করছেন নবাগত জাহারা মিতু। এই ছবি শুটিং চলাকালে বান্দরবানে জ্বরে আক্রান্ত হন শাকিব।

ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। ‘আগুন’-এর গল্প লিখেছেন কমল সরকার। ছবিতে আরো অভিনয় করবেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।

বদিউল আলম খোকন বলেন, কিছুদিন ধরেই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন শাকিব। যে কারণে বান্দরবানের শুটিং বাতিল করতে হয়েছে। সুস্থ হলে গানের শুটিং শুরু হবে।

তিনি বলেন, শাকিবের শরীরিক অবস্থা আগের চেয়ে ভালো।আশা করি দ্রুত সুস্থ হয়ে শুটিংয়ে ফিরবেন। সবাই দোয়া করবেন।

সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন শাকিব খান।

বাংলাদেশর চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে সফল এবং সর্বোচ্চ পারিশ্রমিক অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

শাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটটি মেরিল-প্রথম আলো পুরস্কার, তিনটি বাচসাস পুরস্কার ও একটি লাক্স-চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কার।

তিনি ২০১০ সালের ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, ২০১২ সালের খোদার পরে মা এবং ২০১৫ সালের আরো ভালোবাসবো তোমায় ছবির জন্য তিনবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর