কাশ্মীরিদের সমর্থনে সেনা পোশাকে আফ্রিদির জ্বালাময়ী বক্তব্য

কাশ্মীরের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন আগেই। এবার এছাড়া কাশ্মীরের সমর্থনে পাক প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মাজার-ই-কায়েদ মসজিদে সেনা পোশাক পরে সাধারণ মানুষের সাথে জড়ো হলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি। সেখানে নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন তিনি।

বক্তব্যে মোদি বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি নষ্ট করেছেন বলে উল্লেখ করেন আফ্রিদি। তিনি বলেন, ‘সমস্ত ভারতীয় নয়, আপনি (মোদি) এবং আপনার অনুসারীরা বিশ্বের কাছে ভারত রাষ্ট্রের ভাবমূর্তি বিকৃত করেছেন। ভারতে শিক্ষিত ও ভালো মানুষও আছে,  যারা ভালো পরামর্শ দেন। তাদের কথা শোনেন।‘

এছাড়া কাশ্মীরে মোদির আচরণকে বর্বরোচিত আখ্যা দেন সাবেক এ অধিনায়ক। তিনি বলেন, ‘এই যুগ ও সময় যুদ্ধের নয়, আমরা এবং আমাদের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করেছেন, কিন্তু আপনার (মোদি) থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। আমি বিশ্বাস করি যে, আপনি সেখানে (কাশ্মীর) মহিলা ও শিশুদের সাথে যেভাবে ব্যবহার করছেন, এই বর্বরতার বিরুদ্ধে  শহীদ আফ্রিদি এবং সমগ্র জাতি, পাকিস্তান সরকার ও পাকিস্তান সেনাবাহিনী তাদের সাথে থাকবে।‘

আফ্রিদি আরও বলেন, ‘আমি যে ক্যাপ এবং শার্ট পরেছি, আমি এ দেশের একজন সৈনিক এবং আমি এই দেশের একজন সৈনিক থাকব।‘

সবশেষে তিনি পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। আফ্রিদি বলেন, পাকিস্তানের জনগণের কাছে আমার একটি বার্তা রয়েছে, সর্বদা কোনো দুর্যোগের ঘটনার জন্য অপেক্ষা করবেন না, আমাদের উচিত সরকার বিরোধী এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।‘

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর