পুলিশের সঙ্গে স্কুল ছাত্রীর বাল্যবিবাহ, অতঃপর…

হাওর বার্তা ডেস্কঃ নোয়াখালীর জেলার কোম্পানীগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণীর এক শিক্ষার্থী। এ সময় কনের বাবাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার চরফকিরার সাইফ উদ্দিনের মেয়ে জেরিনের (১৩) সঙ্গে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রামেশ্বপুর এলাকার গোলাপ পোরমান বাড়ির ইউছুফ নবীর ছেলে পুলিশ কনস্টেবল সৌরভ হোসেনের বিয়ে ঠিক হয়। তবে প্রশাসনিক হস্তক্ষেপে বরযাত্রী আসার আগেই দুপুর ১টার দিকে এ বাল্যবিয়েটি বন্ধ হয়ে যায়।

এ প্রসঙ্গে উপজেলা ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন বলেন, মঙ্গলবার দুপুর একটার দিকে প্রশাসনের হস্তক্ষেপে বরযাত্রী আসার আগেই বাল্য বিয়েটি বন্ধ হয়ে যায়। পরে কনের বাবা এবং মায়ের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধের নির্দেশ দেয়া হয়। এছাড়া কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর