সাত সপ্তাহ পর বৈঠকে বসেছে মন্ত্রিসভা

হাওর বার্তা ডেস্কঃ সাত সপ্তাহ পর নিয়মিত বৈঠকে বসেছে মন্ত্রিসভা। আজ সোমবার (১৯ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে এ বৈঠক শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অধিকাংশ মন্ত্রী উপস্থিত রয়েছেন। আজ বৈঠক শেষে যথারীতি মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফিং করার কথা।

চলতি বছরের গত ২৪ জুন মন্ত্রিসভার সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। গত সোমবার ঈদুল আজহা থাকায় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়নি। এর আগে সরকারি সফরে ইউরোপে অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলতি বছরের ৩১ জুন জাতীয় বাজেট পাস হওয়ার পর চীনসহ বেশ কয়েকটি দেশ সফর করেন প্রধানমন্ত্রী। ওই সময়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়নি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর