ক্ষমা না চেয়ে ফের ‘জাতীয় সংগীত’ নিয়ে যা বললেন নোবেল

হাওর বার্তা ডেস্কঃ আমি মনে করি আমাদের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ আমাদের দেশটাকে যতটা এক্সপ্লে­ইন করে, তার থেকে কয়েক হাজার গুণ বেশি এক্সপ্লেইন করে প্রিন্স মাহমুদের লেখা ‘বাংলাদেশ’ গানটি-নোবেলের এমন মন্তব্যের পরই শুরু হয় তুমুল বিতর্ক। জাতীয় সংগীত নিয়ে প্রায় ৮-৯ মাস আগে দেওয়া তার এক সাক্ষাৎকারকে ঘিরেই এখন চরছে চরম বিতর্ক।

এই বিতর্ক নিয়ে গণমাধ্যমকে নোবেল বলেন, ওই সাক্ষাৎকারটি দিয়েছি ৮-৯ মাস আগে। কেন এতদিন পর এ কথা নিয়ে এত বিতর্ক, তা আমার বোধগম্য নয়। তাছাড়া আমি প্রথমেই বলেছি, এটি আমার ব্যক্তিগত মতামত। আমার মতের সঙ্গে অনেকেই একমত নাও হতে পারেন।’

বিতর্কের জবাবে নোবেল জানান, আমাদের জাতীয় সংগীত যেটা আছে সেটা হয়তো রূপক অর্থে অনেক কিছু বুঝিয়ে দেয়। কিন্তু ‘বাংলাদেশ’ গানটি সরাসরি আমাদের ইতিহাস, ঐতিহ্য, আবেগের স্থানটাকে ভালোভাবে তুলে ধরে।’ যদিও তার এ ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেকে। জাতীয় সংগীতকে অপমান করে মন্তব্য করার কারণে তাকে ক্ষমা চাইতে বলছেন কেউ কেউ। অনেকে বিচার দাবি করেছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর